Tuesday, January 17, 2012

প্রত্যাহার হচ্ছে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের শেয়ারবাজারে বিনিয়োগের নিষেধাজ্ঞা

ঢাকা জানুয়ারি ১৭: সরকারী কর্মকর্তা-কর্মচারীদের (সামরিক ও বেসামরিক) শেয়ারবাজারে বিনিয়োগের বিষয়ে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে যাচ্ছে সরকার। এ বিষয়ে পুঁজিবাজারের নিতীনির্ধারক মহলের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আলোচনা হয়েছে। আজ বুধবার রাত ১২টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য আহমেদ রশিদ লালী বৈশাখী টেলিভিশনে পুঁজিবাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনায় এসব কথা বলেন।

তিনি বলেন, গতকাল যে কারণে শেয়ারবাজার বন্ধ ছিলো সে সঙ্কট শিগগিরই দূর হচ্ছে। বিনিয়োগকারীদের জন্য এটা সুখবর। আমি যতুটুক শুনেছি প্রধানমন্ত্রী জানিয়েছেন, সরকারী কর্মকর্তা-কর্মচারীদের শেয়ারবাজারে বিনিয়োগের বিষয়ে যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তা তুলে নেয়া হবে। আগের মতো সরকারী কর্মকর্তা-কর্মচারীদের বিনিয়োগের বিষয়টি যে ভাবে চলেছিলো, সে ভাবেই চলবে। এতে কোন প্রকার হস্থক্ষেপ করা হবে না।

তিনি আরো বলেন, আমি আশা করি এ সংবাদটি যখন সকালে বিনিয়োগকারীদের কাছে পৌঁছাবে নিশ্চয় বাজারে এর ইতিবাচক প্রভাব পড়বে।

উল্লেখ্য, গত সোমবার মন্ত্রী পরিষদে শেয়ারবাজারের সরকারী কর্মকর্তা-কর্মচারীদের (সামরিক ও বেসামরিক) বিনিয়োগের বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ফলে বিনিয়োগকারীদের মধ্যে বিভ্রানি সৃষ্টি হয় এবং শেয়ারবাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ে। যার প্রেক্ষিতেই মঙ্গলবার উভয় স্টক এক্সচেঞ্জের লেনদেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। সে হিসেবে যথারিতি নির্ধারিত সময়ে চালু হচ্ছে উভয় স্টক এক্সচেঞ্জের লেনদেন।
হুমায়ুন কবির বাবু
স্টাফ রিপোর্টার
শেয়ারনিউজ২৪/পিএস/০ঘ.

10 best companies have to buy shares before 22 May 2012 from dhaka and chittagong stock exchange

10 best companies have to buy shares before 22 May 2012 from dhaka and chittagong stock exchange

Best 11 shares by PE

Best 11 shares by PE
source: sharenews24.com

Directors of Engineering sector whom to buy in May'12

Directors of Engineering sector whom to buy in May'12

The Financial Express